কোপেনহাগেন, ১৩ জুন (হি.স.) : ইউরো কাপের তৃতীয় ম্যাচে উদ্বেগে মোড়া ম্যাচে ডেনমার্ককে হারাল ফিনল্যান্ড। কোপেনহেগেনের সুদৃশ্য স্টেডিয়ামে স্বতঃস্ফূর্ত সমর্থকদের সামনে মারকাটারি লড়াই উপহার দিতে তৈরি ছিল দুই দেশ। ডেনমার্ক বনাম ফিনল্যান্ড। কিন্তু ইউরোপজয়ের মঞ্চ মিনিট ৪০-এর পরেই বদলে গেল দুর্যোগ, দুশ্চিন্তা, কান্না আর হতাশায়। ইউরোর আবির্ভাবে ডেনমার্ককে হারিয়ে সেই ম্যাচে ইতিহাস তৈরি করল ফিনল্যান্ড। তবে এদিনের ম্যাচে জয়টা বোধহয় সত্যি গৌণ ছিল। তাই তো ম্যাচের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের হয়ে ঐতিহাসিক গোলের পর সেলিব্রেশন থেকে বিরত থাকলেন জোয়েল পোহজানপালো।
ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে লুটিয়ে পড়লেন মাটিতে। রেফারির নির্দেশে ততক্ষণে খেলা বন্ধ। উয়েফার মেডিক্যাল ডিপার্টেমেন্টের তত্পরতায় তাঁকে আনা হল সেন্টারে। গোটা দুনিয়ার চোখ তখন মোবাইল স্ক্রিনে। কেমন আছেন এরিকসন? প্রার্থনা আর শুভকামনায় রীতিমতো আচ্ছন্ন ফুটবলপ্রেমীরা। বেশ কিছুক্ষণ পর উয়েফা বিবৃতি দিয়ে জানাল, আগের চেয়ে সুস্থ আছেন ক্রিস। জ্ঞান ফিরেছে। এখন অনেকটাই স্থিতিশীল। তবে চিকিত্সকদের নজরদারির মধ্যে রাখতে হবে। এরপরই স্থগিত ম্যাচের ভবিষ্যত্ ঠিক করতে ডেনমার্ককে দু’টি প্রস্তাব দেওয়া হয়— হয় আজ নয়তো কাল তাদের মাঠে নামতে হবে। শেষে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর ম্যাচ শুরু হয়।
উল্লেখ্য, গোটা ফার্স্ট হাফজুড়েই প্রাধান্য বজায় রেখেছিল ডেনমার্ক। পাঁচজনের ডিফেন্স তৈরি করে ফিনল্যান্ড শুধুই কাউন্টার অ্যাটাকের রাস্তা খুঁজতে থাকে। কিন্তু ডিলেনি, হইবার্গের কড়া ট্যাকলের মুখে খেই হারায় ফিনিশ বাহিনী।
একের পর এক গোলমুখী সুযোগ তৈরি করেন ব্রেথওয়েট, পাউলসেনরা। কিন্তু মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক হ্রাডেকি। আর ডেনমার্ককে এরই মাশুল গুনতে হয় ৫৯ মিনিটে। খেলা যেভাবে এগোচ্ছিল, তার উল্টোদিকে গিয়েই ভাসানো ক্রশ হেড করে জালে জড়ান জো পোয়ানপালো। ফিনল্যান্ড এগিয়ে যায় ১ গোলে। কিন্তু চিরাচরিত ভঙ্গিতে বাঁধভাঙা আনন্দে মাতেননি কেউই। সমর্থক মহলে উচ্ছ্বাস দেখা দিলেও ফিনিশ খেলোয়াড়েরা এরিকসনের প্রতি সম্মান দেখিয়ে হাত তুলে নেন। একেই মানসিক দুশ্চিন্তা। তার ওপর খেলায় পিছিয়ে পড়া। দুইয়ে মিলে হতভম্ব হয়ে পড়ে ড্যানিশ টিম। তবু আন্তর্জাতিক ময়দানের পেশাদার ফুটবলার তাঁরা। তাই খেই সামলে আক্রমণ শানানোর চেষ্টা চালান। সুবর্ণ সুযোগ আসে ৭৩ মিনিটে। ইউসুফ পাউলসেনকে বক্সের মধ্যে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় ডেনমার্ক। কিন্তু স্পট কিক নিতে গিয়ে দুর্বল শট মারেন হইবার্গ। টটেনহ্যাম মিডিফিল্ডারের কিক আগাম আন্দাজ করে ঠিক দিকে ঝাঁপ দেন হ্রাডেকি। সেভও করে ফেলেন। ম্যাচের অন্তিম লগ্নে হাতেগোনা অর্ধেক সুযোগ তৈরি করে ডেনমার্ক। কিন্তু গোল আসেনি।