বিরোধীরা শক্তিশালী হলে রাস্তায় বসতে হত না কৃষকদের : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): কৃষক আন্দোলন, কৃষি বিল-সহ নানা বিষয়ে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন রাকেশ টিকাইত-সহ অন্যান্য কৃষক নেতারা। মমতা ও টিকাইতের মধ্যে মূলত কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও, বৃস্পতিবার ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “মমতাকে আমরা বলেছি, দেশের বিরোধীদের শক্তিশালী হতে হবে। বিরোধীরা শক্তিশালী হলে রাস্তায় বসতে হত না কৃষকদের।” রাকেশ টিকাইত বলেছেন, “আমরা এখন রাস্তায় বসে আছি, বিরোধীরা শক্তিশালী হলে এমনটা করতে হত না আমাদের। মমতাকে আমরা এটাই বলেছি।”    
মমতার সঙ্গে টিকাইতের বৈঠক নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। এ প্রসঙ্গে রাকেশ টিকাইত বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, দলের প্রধানের সঙ্গে নয়। আমি কি আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি, যে ভারত সরকারের অনুমতি নিতে হবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কি ভিসার প্রয়োজন রয়েছে? আমরা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করব, উত্তরাখণ্ডে বিজেপির সরকার এবং পঞ্জাবে কংগ্রেস সরকার, আমরা তাঁদের সঙ্গেও দেখা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *