নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই একলাফে করোনা আক্রান্ত ৭০০-তে পৌঁছে গেল৷ সেই সাথে আরও পাঁচজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ছয় এবং আক্রান্ত ২৩৫৷ এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ অবশ্য, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷
ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১৫,৮৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৭০০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার ফের বেড়ে হয়েছে ৪.৪১ শতাংশ৷ এদিকে, আবারও পাঁচজনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৭৯ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,১৫২ জন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,২৭৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪,৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ৪৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬৫৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫১৫২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৬,১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৫০,৩৮০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.২৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৯.৭৯ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০২ শতাংশ৷ নতুন করে পাঁচজনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গেছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৭৯ জন, দক্ষিণ জেলায় ৭৪ জন, গোমতি জেলায় ৩৯ জন, ধলাই জেলায় ৪৩ জন, সিপাহিজলা জেলায় ৫৯ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৭১ জন, উনকোটি জেলায় ৬৪ জন এবং খোয়াই জেলায় ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ প্রায় সমান হারেই অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

