নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): জ্বালানি তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ জুন (শুক্রবার) দেশজুড়ে প্রতীকী প্রতিবাদ ও আন্দোলনে অংশ নেবে কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ জুন দেশজুড়ে বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে প্রতীকী আন্দোলন ও প্রতিবাদে অংশ নেবে কংগ্রেস। ভারতে একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। কোনও শহরে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম, ঊর্ধ্বমুখী ডিজেলের দামও। এমতাবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে কংগ্রেস।

