নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কে অভিভাবকদের মতামত চেয়েছে ত্রিপুরা সরকার৷ অনলাইনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে অভিভাবকরা মতামত দিতে পারবেন৷ আগামীকাল থেকে ১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত মতামত জানানো যাবে৷ আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷
আজ তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১৪ জুন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ শিক্ষা দফতর কর্তৃক আয়োজিত ওই বৈঠকে বিশিষ্ট শিক্ষাবিদ, মনোবিদ, সাংবাদিক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডাকা হয়েছে৷ পরিস্থিতি নিয়ে তাঁদের সম্মিলিত বিশ্লেষণ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়ক হবে৷
তাঁর বক্তব্য, বৈঠক হবে ঠিকই, তবুও আজ ব্যক্তিগতভাবে কয়েকজন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি৷ তাঁদের মতামত নিয়েছি৷ কিন্তু এত অল্প কয়েকজনের মতামত যথেষ্ট নয়৷ তাই, পর্ষদের ওয়েবসাইটে বৃহৎ অংশের অভিভাবকদের মতামত জানতে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ মন্ত্রীর মতে, অনেক রাজ্যে ইতিমধ্যে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে৷ অনেকেই ইতিমধ্যে পরীক্ষা বাতিল করে দিয়েছে৷ ফলে বিভিন্ন রাজ্যের দিকে আমরাও নজর রাখছি৷
তাঁর দাবি, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ণে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তাই, তাঁদের মতামত সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, পরীক্ষার পক্ষে না বিপক্ষে, পর্ষদের ওয়েবসাইটে অভিভাবকরা মতামত দেবেন৷ আগামীকাল থেকে ১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত মতামত জানাতে পারবেন৷ এর পরই পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ত্রিপুরা সরকার, বলেন তিনি৷