মুম্বই, ৮ জুন (হি.স.): বম্বে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন মহারাষ্ট্রের অমরাবতীর নির্দল সাংসদ নবনীত রানা। মঙ্গলবার নবনীত রানার জাতিগত শংসাপত্র বাতিল করেছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। পাশাপাশি তাঁকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ জানিয়েছে, “যেহেতু তিনি মনগড়া ও ভুয়ো ডকুমেন্ট দাখিল করে কাস্ট স্ক্রুটিনি কমিটি থেকে বৈধতা পেয়েছেন, তাই তাঁর জাতিগত শংসাপত্র বাতিল ও বাজেয়াপ্ত করা হচ্ছে।”
বম্বে হাইকোর্টের রায়কে সম্মান জানালেন, নবনীত জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। অমরাবতীর নির্দল সাংসদ নবনীত রানা জানিয়েছেন, “দেশের একজন নাগরিক হিসেবে আদালতের রায়কে আমি সম্মান জানাচ্ছি। আমি সুপ্রিম কোর্টে যাব, বিচার পাব এ ব্যাপারে আমি আশাবাদী।

