একাধিক বিধিনিষেধ মেনে শুরু হচ্ছে বলিপাড়ার শুটিং

মুম্বাই,  ৫ জুন (হি. স.) : করোনার প্রকোপ বৃদ্ধির কারণে মহারাষ্ট্রে জারি করা হয়েছিল লকডাউন। বাঁধা পড়েছিল বলিপাড়ার শুটিংয়ের ক্ষেত্রেও। এবার মহারাষ্ট্রে সংক্রমণ কম হওয়ার কারণে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। সোমবার থেকেই মহারাষ্ট্রে পাঁচ ধাপে আনলক প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানানো হল রাজ্য সরকারের তরফে। একইসঙ্গে একাধিক বিধিনিষেধ মেনে শুরু হচ্ছে বলিপাড়ার শুটিং ।


শুটিং চলাকালীন মানতে হবে একাধিক বিধিনিষেধও। যেমন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করতে হবে।  বিকেল ৫ টার পর আর শুটিং করা যাবেনা। এমনকি যেই সকল জেলায় আক্রান্তের সংখ্যা কম সেই জায়গাগুলিতে ১০০ এবং ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সকল জেলাগুলিতে সংক্রমণের পরিমাণ ৫ শতাংশের কম হবে ও হাসপাতালের অক্সিজেনযুক্ত শয্যা ২৫ শতাংশের কম ভর্তি থাকবে, সেই সব জেলাগুলি থেকে বিধিনিষেধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। প্রথমবারে ১৮টি জেলায় শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দ্বিতীয়বারে, আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হলেও অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ২৫ থেকে ৪০ শতাংশ, সেখানে কিছু বিধি নিষেধ প্রত্যাহার তুলে নেওয়া হবে। তৃতীয় স্তরে থাকবে সেই সব জেলা যেখানে আক্রান্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৪০ শতাংশের উপরে, সেখানে কিছু বিধি নিষেধ প্রত্যাহার তুলে নেওয়া হবে।

পাশাপাশি, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত কর্মীদের টিকাকরণের উদ্দেশ্যে সেখানে অভিনব পন্থা নিয়েছে দ্য প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। গোটা উদ্যোগে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেডারেশনও। গিল্ডের সহ সভাপতি মণীশ গোস্বামী সংবাদমাধ্যমকে  বলেছিলেন, “আমরা ৫ হাজার জনকে টিকা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি টিকার দাম হাজার টাকা। সেই টাকা নিজেদের কর্মীর জন্য আলাদা আলাদা ভাবে প্রযোজনা সংস্থাগুলি বহন করছে।”