বিশালগড়ে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকার এক জলাশয় থেকে ক ব্যাক্তির রক্তাক্ত মৃতদের উদ্ধার করল পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায় পূর্ব লক্ষীবিল এলাকার চা বিক্রেতা জীবন বণিক বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর তার হদিশ পায়নি৷কিন্তু সন্ধ্যা হয়ে যায় জীবন বণিক বাড়িতে ফিরেনি৷ শুক্রবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি জলাশয়ের মধ্যে জীবন বণিকের মৃতদেহ দেখতে পায় পার্শবতী এলাকার লোকজন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃত জীবন বণিকের শরীরে, জুতায় এবং জলাশয়ের পাড়ে রক্ত দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে বিশালগড় থানার পুলিশ ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড কে খবর দেয়৷মৃত জীবন বনিকের পরিবারের দাবী তাকে খুন করা হয়েছে৷পুলিশ তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *