মেহুলের জামিন-আর্জি খারিজ, উচ্চ আদালতে যাবেন বিজয় আগরওয়াল

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ডমিনিকায় অবৈধভাবে অনুপ্রবেশ মামলায় মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করে দিল ডমিনিকার মেজিস্ট্রেট আদালত। মেহুলের জামিন-আর্জি খারিজ হওয়ার পরই তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, “উচ্চ আদালতের দ্বারস্থ হব।” এদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিনএনবি) প্রতারণা মামলয় অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে পাঠানো হোক, আদালতে এমনটাই জানালেন ডমিনিকার সরকারি আইনজীবী। মেহুলের আবেদন না শোনার আর্জিও করা হয়।
পুলিশের হেফাজতে থাকলেও আপাতত হাসপাতালে আছেন মেহুল। তাঁর আইনজীবীর অভিযোগ, মেহুলকে অ্যান্টিগা থেকে অপরহণ করে ডমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ডমিনিকার প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মেহুল অন্য পরিকল্পনা করেছিলেন। মেহুলের আইনজীবীর দাবি, ডমিনিকায় বেআইনি অনুপ্রবেশের যে ধারায় মেহুলকে গ্রেফতার করা হয়েছে, তাতে গ্রেফতারির ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করার কথা যা করা হয়নি। মেহুলের জামিনের আবেদন জানিয়ে মেজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।