এ ডি নগর ও কবিরাজটিলায় মারপিট, ধারলো অস্ত্রের আঘাত গুরুতর আহত ৮

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে এডি নগর এবং কবিরাজটিলা এলাকায় পৃথক দুটি জায়গায় মারপিটের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়৷ এডিনগর এলাকায় হামলায় চারজন রক্তাক্ত হয়েছে৷ জানা গিয়েছে, প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় চারজন আহত হয়েছে৷ ধারালো দা দিয়ে আঘাত করা হয়েছে৷ এই ব্যাপারে এডি নগর থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে এদিন সকালে বিবাদ হয়েছিল৷ এই বিবাদের রেশ ধরে এদিন সন্ধ্যায় প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছে চারজন৷ রাতে খবর লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷


অন্যদিকে, কবিরাজটিলা এলাকায় এক বাড়িতে ঢুকে এলাকারই দুসৃকতিরা মারধর করে কয়েকজন৷ তাতে আহত হয়েছেন কমপক্ষে চারজন৷ ঘটাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ জানা গিয়েছে এই ঘটনার সাথে রাজনৈতিক হিংসা জড়িত আছে৷ তবে, পুলিশ দুটি জায়গাতেই পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে৷