ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চেলসির

পোর্তো, ৩০ মে (হি.স.) : প্রথমবার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ভঙ্গ হল ম্যাঞ্চেস্টার সিটির।  চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির কাছে হার স্বীকার করতে হল গুয়ার্দিওলার ছেলেদের। এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে বার্সেলোনাকে দু’বার ইউরোপ সেরা করা স্প্যানিশ কোচের মগজাস্ত্রেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ভেঙে গেল ম্যাঞ্চেস্টার সিটির।
পোর্তোর মেগা ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে কিস্তিমাত টাচেলের। আর জার্মান কোচের হাত ধরে ন’বছর পর আবারও ইউরোপ সেরা চেলসি। প্রথমার্ধে কাই হ্যাভার্তজের করা একমাত্র গোল মেগা ফাইনালে পার্থক্য গড়ে দিল দু’দলের মধ্যে।


ম্যাচ শুরুর আগে থেকেই চেলসির বিরুদ্ধে ধারে ও ভারে পেপের ম্যাঞ্চেস্টার সিটিকেই এগিয়ে রেখেছিল ফুটবল মহল। তাঁর মগজাস্ত্র ভেদ করে ফাইনালের মঞ্চে বাজিমাত করা তো চারটি খানি কথা নয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল পেপের অতিরিক্ত চিন্তা ও স্ট্র্যাটেজি। উলটো দিকে, ঠান্ডা মাথায় সহজভাবে ছেলেদের খেলিয়েই শনিবার রাত নিজের নামে করে রাখলেন টুখেল। তাই তো ম্যাচ শেষে রানার্স আপ হয়েও যেন তাঁকে কোণঠাসা দেখাচ্ছিল।


গত মরশুমে পিএসজিকে ফাইনালে তুলেও খেতাব জিততে ব্যর্থ হয়েছিলেন। রেকর্ড গড়ে এবছর চেলসিকে ফাইনালে তুলে অধরা মাধুরি জয়ের স্বপ্নে বুঁদ ছিলেন তিনিও। আর দুই কোচের মগজাস্ত্রের এক উপভোগ্য লড়াই ছিল শনিবাসরীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অন্যতম ইউএসপি।
এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নাম খোদাই করল চেলসি। ড্রেসিংরুমে সেলিব্রেশনের মেজাজো ছিল তাই অন্যরকমই। আর উলটোদিকে গত দু’মাসে মধ্যে তৃতীয়বার নকআউট পর্বে এসে স্বপ্নভঙ্গ হল সিটির। ক্ষুরধার মগজাস্ত্রও যে হারের কারণ হয়ে দাঁড়াতে পারে, শনিবার পোর্তোর স্টেডিয়ামের ৯০ মিনিটে যেন সে শিক্ষাই দিয়ে গেল গুয়ার্দিওলাকে।