পানাজি, ২৯ মে (হি.স.): গোয়ায় করোনা-কারফিউর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রমোদ সাওয়ান্ত সরকার। গত ২১ মে গোয়া সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ৩১ মে অবধি গোয়ায় লাগু থাকবে করোনা-কারফিউ। কিন্তু, শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, আগামী ৭ জুন সকাল সাতটা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবাতেই চার দেওয়া হয়েছে। সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে মুদির দোকান। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হোম ডেলিভারি করতে পারবে রেস্তোরাঁ ও হোটেল। আগামী ৭ জুন পর্যন্ত নিষিদ্ধ থাকছে রাজনৈতিক ও সামাজিক জমায়েত, খেলা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি
2021-05-29

