আগরতলা, ২৮ মে (হি. স.) : ত্রিপুরায় বিভিন্ন স্থানে অভিযানে বিএসএফ দুই বাংলাদেশী নাগরিক-কে আটক করার সাথে গাজা, ফেন্সিডিল, কফ সিরাপ এবং বিভিন্ন সামগ্রী পাচারের সময় উদ্ধার করেছে। আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ওই খবর দিয়েছেন।
তিনি বলেন, ২৭ মে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমায় এনসি নগর বিওপি-র ১৩৩ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান-রা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য দুই যুবক সুমন মিয়া এবং মহম্মদ সেলিম-কে আটক করেছেন। তারা নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দিয়েছেন। দুজনেই কুমিল্লা জেলার বাসিন্দা বলে স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, ওই দুই বাংলাদেশী নাগরিক-কে সোনামুড়া পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
এদিকে, ২৭ মে রাত সাড়ে নয়টা নাগাদ ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনামুড়া মহকুমায় কুলুবারী সীমান্তে বাংলাদেশে পাচারের সময় ৭ কেজি গাজা, ৮০ বোতল কফ সিরাপ এবং ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শুধু তাই নয়, বিএসএফ-র ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা আশাবারী বিওপি-র অধীন সীমান্ত এলাকায় দুপুর পৌনে একটা নাগাদ পাচারকালে ৭২ প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, একইদিনে সকাল সোয়া পাঁচটা নাগাদ একই ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৯টি মহিলাদের পরনের পোশাক উদ্ধার করেছে। ঊনোকটি জেলায় ইরানি থানাধীন রানগুটি বিওপি-র ২০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৪ হাজার বিড়ি-র শলা বাজেয়াপ্ত করেছে। এছাড়া, সিপাহীজলা জেলায় মধুপুর থানাধীন কামথানা বিওপি-র ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৮ কেজি মাছ উদ্ধার করেছে।
তিনি বলেন, সাম্প্রতিককালে একই দিনে একাধিক স্থানে এ-ধরনের সাফল্য নজিরবিহীন। করোনা-র প্রকোপের মাঝেও সীমান্ত সুরক্ষায় বিএসএফ বদ্ধপরিকর।