বাবা-মাকে দীক্ষা দেওয়ার নাম করে নাবালিকাকে অপরহণের ঘটনায় গ্রেফতার গুরুদেব

নদিয়া, ২৮ মে(হি. স.) : দীক্ষা দেওয়ার নাম করে বাবা-মায়ের সঙ্গে আলাপ। আর তারপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়েকে অপরহণ গুরুদেবের। নদিয়ার ধানতলা থানার বরণবেরিয়া এলাকার ঘটনা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে অপহৃত নাবালিকাও।
নদীয়ার ধানতলা থানার বরণবেরিয়ে এলাকায় বাড়ি গোপাল চক্রবর্তী নামে ওই অভিযুক্তের। তার বাড়ি কাছেই বাড়ি ওই নাবালিকার। গোপাল চক্রবর্তী ওই নাবালিকার বাবা-মাকে দীক্ষা দেওয়ার নাম করে তাঁদের গুরুদেব বলে পরিচিত। অথচ সেই গুরুদেবই কিনা এটাই প্রশ্ন!  গোপাল চক্রবর্তী তিন সন্তানের বাবা। ইতিমধ্যেই বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর চার বছরের একটি ছেলে ও ছয় বছরের একটি কন্যাসন্তানও আছে। প্রতিবেশী ও ওই নাবালিকার বাবা-মায়ের ‘ গুরুদেব’ হওয়ার সূত্রে মাঝেমধ্যেই তাদের বাড়িতে যাতায়াত ছিল গোপাল চক্রবর্তীর। তার কুনজর পড়ে ওই নাবালিকার উপর। ওই নাবালিকার মা পুলিশের কাছে সব ঘটনাটি জানান। প্রায় ১২ দিন আগে গোপাল চক্রবর্তী তাদের ১৩ বছরের নাবালিকা মেয়েকে নিয়ে কোথায় চলে গিয়েছেন। সম্ভবত অপহরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ কলকাতা লেকটাউনে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত গোপাল চক্রবর্তীকে। তার ছেলেমেয়েকেও পুলিশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে তার বাবা মায়ের হাতে