পুর নিগম এলাকায় ৬৪টি ক্লাবে হবে করোনার টিকাকরণ

আগরতলা, ২৬ মে৷৷ আগরতলা ক্লাব ফোরামের আবেদনের ভিত্তিতে আগামী ২৮ শে মে থেকে ৩১ শে মে পর্যন্ত তিন দফায় আগরতলা পুর নিগম এলাকার ৬৪ টি ক্লাবে অনুষ্ঠিত হবে কোভিড ১৯ টিকাদান ক্যাম্প৷ ক্লাব ফোরামের আবেদনে এই টিকাদান ক্যাম্পগুলো অনুষ্ঠিত করার জন্য অনুমোদন দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে আগরতলা ক্লাব ফোরাম৷

এনএইচএমও এএমসির কর্মকর্তাদের সাথে ক্লাব ফোরামের একাধিক যৌথ সভার আলোচনা অনুযায়ী রাজ্য স্বাস্থ্য প্রশাসন মূলত ৪৫ উর্ধ নাগরিকদের এই পর্যায়ে টিকাদান করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেন৷ আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ক্লাবভিত্তিক এই টিকাদান ক্যাম্পসমূহে অবশিষ্ট ত্রিশ শতাংশ ৪৫ উর্ধ নাগরিকদের যথাসম্ভব টিকাদান সম্পন্ন করতে প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ উদ্যোগ নিতে আবেদন করেছেন ক্লাব ফোরামের নেতৃবৃন্দ ৷

ক্লাব এলাকায় মাইকিং করে কিংবা বাড়ি বাড়ি যোগাযোগ করে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি ক্লাবকে উদ্যোগী হতে আবেদন করেছে ক্লাব ফোরাম৷ অনতিবিলম্বে ১৮ উর্ধ নাগরিকদের টিকাদান পুনরায় শুরু করবে রাজ্য সরকার৷ তখনও ক্লাবগুলোর মাধ্যমে পুনরায় ক্যাম্প করে টিকাদান করার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছে ক্লাব ফোরাম৷


এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা ক্লাব ফোরামের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান সঞ্জয় পাল, ক্লাব ফোরামের সভাপতি দীপক মজুমদার, যুগ্ম আহ্বায়ক প্রণব সরকার, অপর যুগ্ম আহ্বায়ক সেবক ভট্টাচার্য, ক্লাব ফোরামের কার্যকরী কমিটির সদস্য সুব্রত দেব ও সুমন্ত গুপ্ত৷