নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ এবার বন্ধ হল রেল পরিষেবাও৷ আন্তঃজেলা যাতায়াতে ত্রিপুরা সরকার নিষেধাজ্ঞা জারি করায় ডেমু এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা আপাতত স্থগিত রেখেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ মূলত, করোনা-র সংক্রমণ হ্রাস করতে সারা ত্রিপুরায় জারি হয়েছে করোনা কারফিউ৷ পুর নিগম এবং নগর সংস্থা এলাকায় আজ বুধবার থেকে বলবৎ হলেও সারা ত্রিপুরায় আগামীকাল থেকে ওই আদেশে কার্যকর হবে৷ তাই রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ৷ তবে দূরপাল্লার ট্রেন যথারীতি যাতায়াত করবে, বলেন তিনি৷
ত্রিপুরায় করোনা-র গ্রাফ ক্রমশ ঊর্ধমুখী৷ ফলে, ত্রিপুরা সরকার করোনা-কারফিউ জারি করার সাথে ওই আদেশ সমস্ত রাজ্যে কার্যকর করে আরও কঠোর ভাবে পালনের ঘোষণা করেছে৷ ৫ জুন পর্যন্ত করোনা কারফিউ ত্রিপুরায় কার্যকর থাকবে৷ ফলে, আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা ৫ জুন পর্যন্ত বর্ধিত হয়েছে৷ আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ঘোষণা করেছে, ত্রিপুরায় সমস্ত প্যাসেঞ্জার এবং ডেমু ট্রেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় তিন জোড়া ডেমু এবং দুই জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাত্রী পরিষেবা দিচ্ছে৷ এছাড়া, আগরতলা- শিয়ালদহ, আগরতলা-দেওঘর, আগরতলা- হাবিবগঞ্জ এবং আগরতলা-আনন্দবিহার উভয় দিকের ট্রেন যাতায়াত করছে৷
আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ত্রিপুরা সরকার করোনা মোকাবিলায় আন্তঃজেলা পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে৷ আগামী ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার এবং ডেমু ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, দূরপাল্লার ট্রেন যথারীতি যাতায়াত করবে৷
2021-05-27