করোনা বিধি মেনে রাজ্যেও বুদ্ধ পূর্ণিমায় হল বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ মেনে আগরতলায় বৌদ্ধ মন্দিরে অবস্থিত বেনুবন বিহার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়৷আজ বৌদ্ধ পূর্ণিমা৷ ভগবান বৌদ্ধের আবির্ভাব দিবস৷


প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আগরতলার বৌদ্ধমন্দিরে অবস্থিত বেনুবন বিহার সহ রাজ্যের বিভিন্ন বৌদ্ধ মন্দির গুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়ে থাকে৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে সরকারি বিধি নিষেধ মেনে বুদ্ধ পূর্ণিমা পূজার আয়োজন করা হয়৷ গতবছরও করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ এবছরও তথৈবচ৷ করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে৷ গোটা রাজ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ সরকার ও প্রশাসন সমস্ত মন্দির মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷

স্বাভাবিক কারণেই সরকারি বিধি মেনে এবছরও বৌদ্ধ পূর্ণিমা তিথিতে আগরতলা বুদ্ধ মন্দিরে অবস্থিত বেনুবন বিহার পূজার আয়োজন করা হয়৷ সীমিত সংখ্যক বেনুবন বিহারে পূজার্চনায় শামিল হন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বেনুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ জানান দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠান করা হচ্ছে৷ বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য ও তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বেনুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ বলেন আজকের এই পুণ্য তিথিতে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল৷ আজকের দিনেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন৷ এমনকি এই পুণ্য তিথিতেই তার মহাপ্রয়াণ হয়েছিল৷ সে কারণেই আজকের দিনটি বৌদ্ধপূর্ণিমা হিসেবে পালন করা হয়৷রাজ্যের অন্যান্য স্থানেও বুদ্ধ মন্দির গুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷