কলকাতা,২৫ মে ( হি স): গতবছর রাজ্য জুড়ে আছড়ে পরেছিল ঘূর্ণিঝড় আমফান । আমফানের স্মৃতি যেতে না যেতেই আতঙ্ক দিচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস । আগামীকাল ভোরে আছড়ে পড়তে পারে ইয়াস । ইয়াস মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন । মঙ্গলবার ইয়াসের ক্ষয়ক্ষতি রুখতে কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি ।
আজ মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় ইয়াস । এদিন থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা । ইতিমধ্যেই শহরের বিক্ষিপ্ত এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত । বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৬মে উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে বইবে ইয়াস । গতবছর ঘূর্ণিঝড় আমফানের জেরে চরম ক্ষয়ক্ষতি হয়েছিল শহরজুড়ে । তাই সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই তৎপর শহরবাসী । ইয়াস মোকাবিলায় কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি । সাউথ সিটির কাছে এক বহুতল যেখানে রয়েছে ৫টি টাওয়ার । বাসিন্দার সংখ্যা প্রায় ৪ হাজার । তাই সেখানে ইয়াস আসার আগে প্রতিটি টাওয়ারের লিফটগুলিকে একেবারে উপরে পাঠিয়ে বন্ধ করে দেওয়া হবে । এমনকি ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি আটকাতে আবাসনের গাছগুলিকে বেঁধে রাখা হচ্ছে । কেটে ফেলা হচ্ছে গাছের ডাল । এমনকি সমস্ত তথ্য জানানো হচ্ছে বাসিন্দাদের আবাসনের পোর্টালের মাধ্যমে ।
2021-05-25