নির্মীয়মান জলের ট্যাঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ মে৷৷ অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা৷ নির্মান কাজ করতে গিয়ে আজ সকাল দশটা নাগাদ গোমতী জেলার অন্তর্গত উদয়পুর বন্দোয়ার ২নং ফুলকুমারী এলাকার দুইজন নির্মাণ শ্রমিক হারাধন চক্রবর্তী(৫০ )এবং জাহাঙ্গীর হোসেন (৩৮), নতুন জলের ট্যাংকের সেন্টারিং পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
সোনামুড়া চৌমূহনী এলাকার সব্জি ব্যবসায়ী হারাধন সাহা এক মাস আগে ওনার বাড়িতে নতুন জলের ট্যাংকের জন্য সেন্টারিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেন৷

আজ নির্মান শ্রমিক রাজ মিস্ত্রি সর্দার জীবন দেবনাথ জাহাঙ্গীর হোসেন ও হারাধন চক্রবর্তী নামে দুইজন নির্মান শ্রমিককে হারাধন সাহার বাড়িতে পাঠিয়েছেলে সেন্টারিং-এর কাঠ ও বাঁশ খোলার জন্য৷ প্রথমে তাদের মধ্যে একজন নতুন জলের ট্যাংকের নীচে নামার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হাওয়ায় জলের ট্যাংকের ভেতর থেকে দ্বিতীয় ব্যক্তিকে যিনি উপরে ছিলেন সাহায্য করার জন্য বললে, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে সাহায্য করতে নীচে নামার সাথে শ্বাসকষ্ট উপভোগ করতে থাকেন৷


এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষ উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়ার সাথে সাথে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা অক্সিজেন হেলমেট ব্যবহার করে নীচে নেমে দুই নির্মান শ্রমিককে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ পরবর্তীতে ময়নাতদন্তের পর মৃতদেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷ এই দুই শ্রমিকের মৃত্যুতে গোটা উদয়পুর সহ বন্দোয়ার এলাকায় ও নির্মান শ্রমিকদের মধ্যে উৎকন্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে৷ প্রশ্ণ উঠেছে নতুন জলের ট্যাংকের কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো? গোমতী জেলা কনস্ট্রাকশন লেবার ইউনিয়ন নির্মাণ শ্রমিক সংঘ এবং ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে উনাদের আত্মার সদগতি কামনা করেন এবং মৃত দুই পরিবার যাতে সরকারী সাহায্য পেতে পারে তার জন্য সরকারি আধিকারিকদের অনুরোধ করবেন বলে জানানো হয়েছে৷