নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ আমতলী থানা এলাকার মহেশখোলার রানীখামারে গুণধর পুত্রের হাতে খুন হল বাবা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷আমতলী থানার অন্তর্গত মহেশতলার রানিখামার এলাকায় ছেলে বাবাকে কাঠের ফাইল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে৷
অভিযোগ এলাকাবাসীর৷ তবে ঘটনা সম্পর্কে আশুতোষ নমঃর স্ত্রী এবং তার ছেলের বউ বলেন পা পিছলে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে৷ আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ৷ তার বড় ছেলে অজয় নম এবং মিঠুনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷অথচ হত্যার ঘটনাটি পুরো অস্বীকার করেন ছেলের বউ এবং তার স্ত্রী৷ঘটনাকে কেন্দ্র করে মহেশখোলা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷