নয়াদিল্লি, ২২ মে (হি.স.): ভ্যাকসিনের অভাবে রাজধানী দিল্লিতে বন্ধ হয়ে গেল ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। এমতাবস্থায় ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কেজরিওয়াল জানিয়েছেন, “১৮ ঊর্ধ্বদের জন্য টিকা শেষ হয়ে গিয়েছে, তাই শনিবার থেকে টিকাকরণ কেন্দ্র বন্ধ রাখতে হল আমাদের। প্রতি মাসে ৮০ লক্ষ টিকা প্রয়োজন দিল্লিতে, তবেই ৩ মাসের মধ্যে দিল্লির সকলকে টিকা দেওয়া সম্ভব।” প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কেজরিওয়াল আরও জানিয়েছেন, “মে মাসে মাত্র ১৬ লক্ষ ভ্যাকসিন পেয়েছে দিল্লি, আমাদের বলা হয়েছে জুন মাসে ৮ লক্ষ ভ্যাকসিন পাবো আমরা, এমন গতিতে চললে সকলকে টিকা দিতে দিতে ৩০ মাস লেগে যাবে।”
এদিন সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছিলেন, “করোনার বিরুদ্ধে টিকাই সবথেকে বড় হাতিয়ার, তাই দিল্লিতে ভ্যাকসিন উপলব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি।” কেজরিওয়াল জানান, “দিল্লিতে শনিবার ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ বন্ধ হয়ে গিয়েছে। ১৮ ঊর্ধ্বদের জন্য কেন্দ্রীয় সরকার যে পরিমান ভ্যাকসিন পাঠিয়েছিল, তা শেষ হয়ে গিয়েছে। দিল্লির যুবকদের জন্য দ্রুত ভ্যাকসিন দেওয়া হোক, কেন্দ্রের কাছে এই অনুরোধ করছি।” ভ্যাকসিনের ঘাটতি প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “ভ্যাকসিনের অভাবে দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ।”