মৃত্যু ফের ৪-হাজারের ঊর্ধ্বেই, ভারতে ২.৫৭-লক্ষাধিক কোভিড-সংক্রমণ

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): ভারতে ফের নিম্নমুখী দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমলেও, দৈনিক মৃত্যু ফের ৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৪,১৯৪ জন রোগীর। একইসঙ্গে শুক্রবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণ, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৯,৩৩,৭২,৮১৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

ভারতে ফের কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,০৪,৫২৫। ১,০৪,৫২৫ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০-তে (১১.১২ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২,৫৭,২৯৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৬২,৮৯,২৯০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৯৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৯৫,৫২৫ জন (১.১২ শতাংশ)। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। 

সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৩০,৭০,৩৬৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮৭.৭৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৯ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ৮১৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৪,৫৮,৮৯৫৪ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *