BRAKING NEWS

ত্রিপুরায় ফের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৮৬৩ জন করোনা আক্রান্তের মিলল খোজ, মৃত ২

আগরতলা, ২১ মে (হি. স.) : ফের ত্রিপুরায় রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষার ফলে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে ১১৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ৮৬৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। আক্রান্তের হার ৭.৫৫ শতাংশ। এদিকে, ফের ২ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমত বাড়িয়েই চলেছে। কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ন গোটা রাজ্য। অবশ্য, গত ২৪ ঘন্টায় ৩৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন। তবে চিন্তা এখনো রীতিমত বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৪৩২ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন। তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণ-এ শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৬৪৭৩ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৫৮৫ এবং র‍্যাপিড এন্টিজেনের মাধ্যমে ৯৮৫৩ জন মোট ১১৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ৮৪ জন এবং র‍্যাপিড এন্টিজেন-এ ৭৭৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৮৬৩ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে।

তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৬৪৭৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪৪৩৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭৩৬৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.৩০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৮৪.৩৬ শতাংশ। এদিকে মৃতের হার ১.০২ শতাংশ। নতুন করে ২ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৫৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতর-র মিডিয়া বুলেটিন-এ আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪৩২ জন, দক্ষিন জেলায় ৯৬ জন, গোমতি জেলায় ৫১ জন, ধলাই জেলায় ৩০ জন, সিপাহীজলা জেলায় ৭৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪৪ জন, ঊনকোটি জেলায় ৯৪ জন এবং খোয়াই জেলায় ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, চলতি মাসে এখন পর্যন্ত ১ লক্ষ ২৬ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ৯০১৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। আক্রান্তের হার ৭.১০ শতাংশ। এছাড়া, সুস্থ হয়েছেন ৩৪১৫ জন এবং মারা গেছেন ৫৭ জন। ফলে, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮০৭ জন। তিনি জানান, সক্রিয় করোনা আক্রান্তদের মধ্যে ৭৭৪ জন হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন রয়েছেন। বাকি ৬০৩৩ জন বাড়িতে আইসোলেশন-এ রয়েছেন। তাঁর দাবি, গত বছর মে মাসে ২২৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং ৩১৩ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছিল। তাতে সাফ দেখা যাচ্ছে, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার দ্রুত গতিতে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *