গড়চিরৌলি (মহারাষ্ট্র), ২১ মে (হি.স.): নকশাল-দমন অভিযানে বিরাট সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিট। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার এটাপল্লির জঙ্গলে (পায়ডি-কোটমির মাঝে) মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে কমপক্ষে ১৩ জন মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে ১৩ জন মাওবাদীর দেহ উদ্ধার করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র ও মাওবাদীদের কিছু সামগ্রী উদ্ধার করেছেন জওয়ানরা।
নক্সাল রেঞ্জের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, শুক্রবার দিনের আলো ফুটতেই মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের উপস্থিত খবর পেয়ে, একদিন আগে থেকেই অভিযান শুরু করেছিলাম আমরা। এখনও পর্যন্ত ১৩ জন মাওবাদীরা দেহ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের খোঁজে জোর কদমে তল্লাশি চলছে। সূত্রের খবর, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একটি বৈঠক করার চেষ্টা করছিল কাসানসুর দালামের মাওবাদীরা। মাওবাদীরা গ্রামবাসীদের সঙ্গে দেখাও করেছিল। কিন্তু, শুক্রবার ভোরেই মাওবাদীদের সেই শিবির ধুলোয় মিশিয়ে দিয়েছেন সি-৬০ ইউনিটের কমান্ডোরা।
2021-05-21