নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আত্মপাড়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
ট্রেনে কাটার পড়ে আরোএকজনের মৃত্যু হয়েছে৷মৃত ব্যক্তির মংকুচাই মগ৷ বয়স আনুমানিক ৫৬ বছর৷
বুধবার সকালে দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার পশ্চিম কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আত্মপাড়া এলাকায় রেল ব্রিজ সংলগ্ণ রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়৷ সন্দেহ করা হচ্ছে গতকাল রাতে এই লোকটি রেলে কাটা পড়ে মারা গিয়েছিল৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহটি রেললাইন থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

