নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ রবিবার সাতসকালে ভেহিকেল চেকিং করার সময় উদ্ধার ৪৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা৷
ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেক দিনের মতো রবিবার সকালেও তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এ.এস.আই বিজয় দাসের নেতৃত্বে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং-এ বসে ট্রাফিক পুলিশ৷ ভিকেলস চেকিং করার সময় ছয় চাকার লরির কাগজপত্র খতিয়ে দেখার সময় সন্দেহবশত গাড়িটি চেকিং করে৷ গাড়িটিতে সিমেন্টের খালি বস্তা ভর্তি করে গাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় বস্তার তলায় করে ৪৭৬ কেজি শুকনো গাঁজা বহিঃরাজ্য পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল৷ তখন তেলিয়ামুড়া ট্রাফিক এ এস আই বিজয় দাস সহ অন্যান্য ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে৷
খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ডিএসপি বিক্রমজীৎ শুক্ল দাস, মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল টি.এস.আর এবং পুলিশ বাহিনী৷ পুলিশ গাড়িতে থাকা তিনজনকে আটক করেছে৷ এই তিনজন হলো- (১)রাম বিনয় শর্মা বাড়ি-আজমগর, উওর প্রদেশ(২)সন্তোষ কুমারৃ সুলতান পুর, উওর প্রদেশ(৩)কপিল কুমারৃ হরিমনি জেলা, বিহার৷ এদের তিনজনকে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷
পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগরতলা বাইপাস স্থিত জ্রুট প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থা থেকে সিমেন্টের খালি বস্তা এবং গাঁজা নিয়ে কলকাতার হাওড়ার উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল৷ এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ তিনি আরোও বলেন, তদন্তক্রমে বেসরকারি এই সংস্থাটির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে৷