নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ মে৷৷ বিশালগড় থানার অন্তর্গত লালসিংমুড়া মান্ডব টিলা এলাকায় দীর্ঘদিন ধরেই সিরাজ মিয়া নামে একজন ব্যক্তি নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে৷ কিন্তু রবিবার দুপুর ২ ঘটিকায় এলাকাবাসী জড়ো হয়ে সিরাজ মিয়ার বাড়ী ঘেরাও করে৷ সেই সময় সিরাজ মিয়া খবর পেয়ে সেখান থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে এলাকার জনগণ ২ নেশা সেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷
2021-05-17

