কলকাতা, ১৭ মে ( হি স): করোনা আবহের মাঝেই সপ্তাহের শুরুর দিন সোমবার নারদ-মামলায় তৃণমূলের চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূলের।
প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গতকাল রবিবার থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন চলছে রাজ্য জুড়ে। কিন্তু তারই মাঝে নারদ-মামলায় এদিন গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। নিজাম প্যালেসের বাইরে একপ্রস্থ বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। নেতাদের গ্রেফতারের আঁচ গিয়ে পড়ে রাজভবনের সামনেও। তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে সেখানে মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী