BRAKING NEWS

২-ডিজি কোভিড ওষুধ ভারতের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি কোভিড ওষুধ তৈরি করেছে ডিআরডিও-র পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। সোমবার এই কোভিড ওষুধ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ডিআরডিও এবং ডিআরএল দ্বারা তৈরি করা ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) ওষুধ কোভিডে কার্যকর প্রমাণিত হবে। এটা আমাদের দেশের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ। এ জন্য আমি ডিআরডিও এবং এই ওষুধের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।”
প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “এই ওষুধের সম্পর্কে আমি বলতে চাই, এই ওষুধ আশা ও উচ্চাশার নতুন আলো। তবে এখনই আমাদের নিশ্চিত হওয়ার দরকার নেই, দরকার ক্লান্ত হওয়ারও। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।” রাজনাথ সিং এদিন বলেছেন, “অক্সিজেন সরবরাহের বিষয় হোক, ওষুধের বিষয় হোক অথবা আইসিইউ বেডের বিষয় হোক, আমরা সর্বদা সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখেছি। সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল পেয়েছি আমরা।”
প্রসঙ্গত,  কোভিডের চিকিৎসায় ব্যবহারের জন্য ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সোমবার তা আনুষ্ঠানিক ভাবে সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন ডিআরডিও-র তৈরি কোভিডের ওষুধ ২-ডিজি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এরপর হর্ষ বর্ধন সেই ওষুধ তুলে দেন দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়ার হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *