নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ শনিবার দুপুরে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে৷ কালবৈশাখীর ঝড়ে ঘরবাড়ি ভূপাতিত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷
কুড়ি মিনিটের কাল বৈশাখীর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গন্ডাছড়া৷ শনিবার দুপুর আড়াইটা নাগাদ কাল বৈশাখীর তান্ডাবে গন্ডাছড়া মহকুমা এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়৷ বিশেষ করে গন্ডাছড়া শহর সংলগ্ণ নারায়নপুর এলাকায় বৈদ্যুতিক খুটির উপর গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তাতে গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তায় যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে৷ এছাড়া ঘূর্ণিঝড়ের তান্ডবে বেশ কিছু এলাকায় বাড়ি ঘরেরও ব্যপক ক্ষতি হয়৷ তবে প্রাণহানীর কোন খবর নেই৷ প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের তরফ থেকে আপদকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে৷