লক্ষ্মীনারায়ণ মন্দিরে অক্ষয় তৃতীয়ায় যাত্রা করা হল হালখাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অক্ষয় তৃতীয়ার পূন্যলগ্ণে রাজধানী আগরতলা শহরের লক্ষীনারায়ন বাড়ি মন্দিরে হালখাতা যাত্রা করার জন্য ব্যবসায়ীদের সমাগম পরিলক্ষিত হয়৷অক্ষয় তৃতীয়া তিথিতে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করে থাকেন৷ অতি রাজধানী আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরসহ মন্দিরগুলিতে হালখাতা যাত্রা করাতে ব্যবসায়ীরা উপস্থিত হন৷ হালখাতা যাত্রা করিয়ে দেওয়ার জন্য সেখানে সারিবদ্ধ ভাবে বসেন৷

এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে হালখাতা যাত্রা করাতে মন্দিরে ব্যবসায়ীদের তেমন কোন ভিড় পরিলক্ষিত হয়নি৷ তদুপরি অনেকেই হালখাতা যাত্রা করাতে লক্ষীনারায়ন বাড়ি আসেন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে এক পুরোহিত জানান, বাংলা নববর্ষের এবং অক্ষয় তৃতীয়া হালখাতা যাত্রা করে থাকেন৷ এবছরও তার ব্যতিক্রম ঘটেনি৷ তবে করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে এ বছর হালখাতা যাত্রা করাতে উল্লেখযোগ্য সংখ্যায় ব্যবসায়ীরা আসেননি৷ তবে যারাই হালখাতা যাত্রা করাতে এসেছেন তারা সামাজিক দূরত্ব ও মাক্স পরিধান করে মন্দিরে এসেছেন৷ ভয়ঙ্কর কবল থেকে নিজেদের রক্ষা করার তাগিদেই এ ধরনের ব্যবস্থা নিতে হয়েছে৷রাজধানী আগরতলা শহরের অন্যান্য মন্দিরগুলিতে অবশ্য হালখাতা যাত্রা করাতে তেমন কোন ভিড় পরিলক্ষিত হয়নি৷ সরকারি বিধি নিষেধ সাধারণ মানুষ চলার চেষ্টা করছেন৷ সে কারণেই ব্যবসায়ীদের মধ্যেও হালখাতা যাত্রা করার জন্য তেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়নি৷