কেন্দ্রের দেয়া ডোজ শেষ, আপাতত বন্ধ টিকাকরণ

আগরতলা, ১২ মে৷৷ প্রয়োজনীয় টিকার অভাবে রাজ্যে আপাতত করোনা-র টিকাকরণ বন্ধ রয়েছে৷ ১৬ মে পর্যন্ত টিকাকরণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷ এ-বিষয়ে রাজ্যের টিকাকরণ আধিকারিক ডা: অভিজিত দাস বলেন, পশ্চিম জেলায় আজ থেকে করোনা-র টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে৷ কারণ, কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টিকা-র ডোজ পাঠিয়েছিল তা সমাপ্ত হয়ে গেছে৷ ফলে, আপাতত কয়েকদিন টিকাকরণ কর্মসূচি বন্ধ থাকবে৷ তবে, চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ কারণ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আগামী ১৬ মে-র মধ্যে টিকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে, বলেন তিনি৷


তাঁর কথায়, গোমতি এবং সিপাহীজলা জেলায় গতকাল থেকেই টিকাকরণ বন্ধ রাখা হয়েছে৷ তবে, পরবর্তী ডোজ রাজ্যে এসে পৌছা মাত্রই ফের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ তাঁর দাবি, আগামী ১৬ মে-র মধ্যে কেন্দ্রীয় সরকার প্রায় দেড় লক্ষ টিকা ত্রিপুরার জন্য পাঠাবে বলে অনুমান করা হচ্ছে৷ প্রসঙ্গত, টিকাকরণ-এ ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ আগামীকাল থেকে ১৮-৪৪ বছর বয়সী-দের বিনামূল্যে টিকা দেওয়া হবে৷