চুড়াইবাড়ি, ১২ মে (হি.স.)৷৷ অবৈধভাবে বিলেতি মদ পাচার করতে গিয়ে বমাল অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের জালে পড়েছে অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়ার জনৈক বাসিন্দা৷ ধৃত ব্যক্তিকে জনৈক অধীরচন্দ্র বর্মনের ছেলে সঞ্জীব বর্মন (৪৬) বলে পরিচয় পাওয়া গেছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বুধবার দুপুরের দিকে৷
এ ব্যাপারে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান, অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে আজ পুলিশের নাকাচেকিঙের সময় এএস ১০ সি ৪১৩৯ নম্বরের একটি অটো রিকশা আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করলে তাতে তালাশি চালিয়ে এই সাফল্য আসে৷ অটো রিকশায় তালাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট পাঁচ কার্টুনে ৬০ বোতল বিলেতি মদ৷ এগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা হবে৷ ওসি জানান, পুলিশি জেরায় পাচারকারী নাকি বলেছে, মদগুলো লোয়াইরপোয়ায় বাজারিছড়া রোডের জনৈক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিল৷ তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি৷ ধৃতের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি জয়ন্ত দাস৷

