বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত রেগা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ চম্পকনগরের চন্দ্রসাধু পাড়ায় পথ দুর্ঘটনায় আহত রেখা শ্রমিকের জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ রবিবার বেলা সাড়েএগারটা নাগাদ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছিল এক রেগা শ্রমিক৷ রেগা শ্রমিকের নাম জীবন দে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চম্পকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷


জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ অমৃতের পুত্র জানান বাইকের ধাক্কায় ছিটকে পড়ে তার বাবা জীবন দের মাথার পেছন দিকে প্রচন্ড আঘাত লেগেছিল৷ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তার বাবাকে বাঁচিয়ে রাখতে পারেননি৷ চিকিৎসাধীন অবস্থায় রেগা শ্রমিকের মৃত্যুর সংবাদে চম্পকনগর সহ পার্শবর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷দুর্ঘটনায় বাইকের চালকও আহত হয়েছিল৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন দের মৃত্যুর পরপরই বাইকের চালক জিবি হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *