BRAKING NEWS

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, লাগাতার মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় মঙ্গলবার ০.২৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩০ বেড়েছে ডিজেলের দাম| ০.২৬ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৯২ টাকায় পৌঁছেছে এবং ০.৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম হল ৮৫.২০ টাকা|
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯১.৮০ টাকা প্রতি লিটার (০.২৭ পয়সা বৃদ্ধি) এবং ৮২.৩৬ টাকা প্রতি লিটার (০.৩০ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৮.১২ টাকা (০.২৬ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৯.৪৮ টাকা (০.৩১ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৩.৬২ টাকা (০.২৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.২৫ টাকা (০.২৯ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *