পৃথক স্থানে যান দূর্ঘটনায় পুলিশকর্মী সহ আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আশ্রম চৌমুহনী এবং চম্পকনগরের সাধুপাড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় দু’’জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন রেগা শ্রমিক৷


নাইট কারফিউ চলাকালে আশ্রম চৌমুহনীতে পুলিশ নাকা পয়েন্টে ডিউটি করছিলেন পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা৷ ডিউটিরত অবস্থায় কনস্টেবল নির্মল ঋষিদাসকে পুলিশের একটি গাড়ি ধাক্কা দেয়৷ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন পুলিশ কনস্টেবল৷ পুলিশের গাড়ির ধাক্কায় আহত কনস্টেবল নির্মল ঋষি দাসের অবস্থা সঙ্কটজনক বলে তার স্ত্রী জানান৷ তিনি পূর্ব থানায় কর্মরত৷ সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তার মাথা এবং পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে৷ একটি পা ভেঙ্গে গেছে৷ পুলিশের গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়৷


এ ব্যাপারে পূর্ব থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে চম্পকনগরের সাধু পাড়া এলাকায় বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক রেগা শ্রমিক গুরুতরভাবে আহত হয়৷ আহত রেগা শ্রমিক এর নাম জীবন দে৷ জানা যায় তিনি কাজ সেরে বাড়িতে ফিরছিলেন৷ তখনই একটি বাইক অপর একটি বাইকে ওভারটেক করার চেষ্টা করে৷ দ্রুতবেগে ওভারটেক করার সময় পথচারী রেগা শ্রমিক জীবন দেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকের চালকও আহত হয়৷ দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়৷ তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷