নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার ব্যবস্থাকে শক্তিশালী ও মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷ আজ মোহনপুর মহকুমা জডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালত ভবনের শিলান্যাস করে আইনমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি৷ শিলান্যাস অনুষ্ঠানে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের নতুন মহকুমাগুলিতে মানুষের ন্যায় বিচারের সুুবিধার্থে আদালত স্থাপন করা হচ্ছে৷ মোহনপুরে মহকুমা আদালত স্থাপনের জন্য সরকার জমির ব্যবস্থা করেছে৷ তাছাড়াও জিরানীয়া ও কুমারঘাট মহকুমায় মহকুমা আদালত স্থাপনের জন্য জমি চিহ্ণিত করা হয়েছে৷
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার রাজ্যে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নিয়েছে৷ আইনজীবিদের কল্যাণে গঠন করা হয়েছে এডভোকেট ওয়েলফেয়ার ফাণ্ড৷ আইনমন্ত্রী বর্তমান কোভিড পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান৷ অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি মোহনপুরে আদালত স্থাপনের জন্য জমির ব্যবস্থা করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান৷
তিনি আশা প্রকাশ করেন খুব শীঘই আদালত নির্মাণের কাজ শুরু হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি সি রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুুভাশিষ তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এ চে-াপাধ্যায়, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক, আইন সচিব ও মোহনপুর মহকুমার মহকুমা শাসক৷

