নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ৯ মে৷৷ পঁচাগলা ব্যক্তির মৃতদেহের পরিচয় পেলো পুলিশ৷ রবিবার বিকেল বেলা নারাইফাং এলাকায় জাতীয় সড়কের পাশে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির পঁচাগলা মৃত দেহ উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ অবশেষে মৃত ব্যক্তির খোঁজ মিললো৷
জানাযায় মৃতব্যক্তি বি এস এফ এর ৩১ নং ব্যটেলিয়ামের জোওয়ান৷ মৃতব্যক্তির নাম বিবেক রঞ্জন ( ৩৫ )৷ জানাযায় তিনি পাটনার বাসিন্দা৷ সুত্রের খবর বিবেক রঞ্জন ছুটি নিয়ে কোয়াটারে দিন কাটাচ্ছিলেন৷ কিন্তু উনার অস্বাভাবিক মৃত্যু নিয়ে রয়েগেলো রহস্য৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
ঘটনার বিবরনে জানাযায় রবিবার বিকেল আনুমানিক ৪ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং জাতীয় সড়ক সংলগ্ণ এলাকায় এক ব্যক্তির পঁচাগলা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ বনের মধ্যে লাকড়ী ও বাঁশকুরুল সংগ্রহ করতেগিয়ে এই পঁচাগলা মৃতদেহ দেখতেপায় এলাকাবাসী৷ মৃতদেহ দেখারপর ঘটনাসম্পর্কে শান্তির বাজার থানায় খবর দেওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়৷ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যেই জায়গায় মৃত দেহ পাওয়াগেছে তার পাশ্ববর্তী এলাকায় ৩১ নং ও ৬৬ নং ব্যাটেলিয়াম বি এস এফ এর হেডকোয়াটার রয়েছে৷ তমৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

