১১-১৮ মে উত্তরাখণ্ডে কোভিড কারফিউ, বন্ধ থাকবে শপিং মল-থিয়েটার

দেহরাদূন, ১০ মে (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল দেবভূমি উত্তরাখণ্ড। দেশের বিভিন্ন রাজ্যের মতোই উত্তরাখণ্ডেও হু হু করে বাড়ছে কোভিডের সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে কোভিডের সংক্রমণে রাশ টানতে ১১ মে (মঙ্গলবার) থেকে আগামী ১৮ মে পর্যন্ত (মঙ্গলবার) কোভিড কারফিউ লাগু থাকবে উত্তরাখণ্ডে। এই সময়ে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে দুধ, ফল ও সব্জির দোকান।
উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ মে সকাল ছ’টা থেকে আগামী ১৮ মে সকাল ছ’টা পর্যন্ত কোভিড কারফিউ লাগু থাকবে উত্তরাখণ্ডে। ১১-১৮ মে অবধি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে দুধ, ফল ও সব্জির দোকান। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স, জিম, থিয়েটার, সভাঘর, বার ও মদের দোকান।