সোমবার থেকে পুদুচেরিতে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন

পুদুচেরি, ৯ মে (হি.স.) :  করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার কেন্দ্রশাসিত পুদুচেরিতে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল। আগামীকাল ১০ মে থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা হয়েছে করা হয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরিতে।   শনিবার রাতে পুদুচেরি সরকার এক  বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে। এর আগে গত ২৭এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এখানে লকডাউন করা হয়েছিল। করোনা সংক্রমনের গতি না কমার ফলে ফের ১০ মে থেকে দ্বিতীয়বারের জন্য লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সমস্ত পার্ক সহ পর্যটন কেন্দ্রগুলোতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এমনকি এসময়ে কোনও সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, স্কুল, সাংস্কৃতিক অনুষ্ঠানও কোনরকম করা নিষিদ্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের জন্য দোকান খোলা রাখা হবে বেলা বারোটা পর্যন্ত।  প্রসঙ্গত, পুদুচেরিতে গত ২৪ ঘণ্টায় ১৭০৩ জনের নতুনভাবে করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। তার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।