কোভিড কেয়ার সেন্টার থেকে পালাল করোনা আক্রান্ত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ক্যাম্পের বাজারের পর এবার লালসিংমুড়া কোভিড সেন্টার থেকে পালালো এক বিচারাধীন বন্দি৷ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ঐ বন্দি করোনায় আক্রান্ত হয়৷ নরুল ইসলাম নামে ঐ অভিযুক্তকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ৷

তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়৷ সংশোধনাগারে সে করোনায় আক্রান্ত হয়৷ তাকে লালসিংমুড়া কোভিড সেন্টারে ভর্তি করা হয়৷ সেখান থেকে সে পালিয়ে যায়৷ কোভিড সেন্টারের গ্রিল ভেঙে সে পালায়৷ তাকে খঁুজতে মাঠে নামে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *