মহারাজগঞ্জ বাজার থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে বৃহস্পতিবার দুপুর নাগাদ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷রাজধানী আগরতলা শহরের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের মাংস বাজার সংলগ্ণ এলাকায় একটি ঠেলা রিক্সার নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷


মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর৷ মৃতদেহটি পড়ে থাকতে দেখে বাজারের ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷


মহারাজগঞ্জ বাজার থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের সংবাদের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ কিভাবে মহিলার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে মহারাজ বাজার আউট পোষ্টের পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷