নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানী আগরতলা শহরের পূর্ব থানার নাকের ডগায় তথা প্রায় দুইশ মিটার দূরত্বে শ্রীকৃষ্ণ মন্দিরের গলিতে নির্মীয়মান একটি বহুতল বাড়িতে চোরের দল হানা দিয়েছে৷ প্রায় সাত লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট করেছে ও নিয়ে গিয়েছে৷
বাড়ির মালিক শহরের প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী সুদীপ কুমার রায় জানিয়েছেন এই নিয়ে দশবার চুরি হয়েছে৷ প্রতিবারই পুলিশকে জানানো হয়েছে৷ কিন্তু, কোন বিহিত হচ্ছে না৷ মঙ্গলবার রাতে কারফিউ চলাকালীন আবারও চুরির ঘটনা৷ পরপর চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করেছেন এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে৷