মালদ্বীপ হয়ে দেশে ফিরছেন আইপিএলে থাকা অজি ক্রিকেটার

নয়াদিল্লি, ৬ মে(হি.স) : আইপিএল মাঝপথে স্থগিত হয়ে গেলেও অজি ক্রিকেটারদের দেশে ফেরায় বাদ সেধেছে তাদের দেশের সরকারি নিয়ম৷ ফলে মলদ্বীপে কয়েকদিনের ছুটি কাটিয়ে দেশে ফিরতে হচ্ছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের৷ এই পথে দেশে ফেরার রাস্তা দেখিয়েছেন প্রাক্তন অজি ওপেনার তথা আইপিএল ধারাভাষ্যকর মাইকেল স্লেটার৷ আইপিএল স্থগিত হওয়ার পরই মলদ্বীপে ছুটি কাটাতে চলে যান তিনি৷


মঙ্গলবার হঠাৎ করে চতুর্দশ আইপিএল স্থগিত হওয়ার পর অজি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারের দেশে ফেরা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-র এক বিবৃতি দিয়েছিল৷


বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে,আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকররা মলদ্বীপ হয়ে দেশে ফিরবে৷’


ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরই ইউরোপের বিভিন্ন দেশগুলির মতো অস্ট্রেলিয়া সরকারও ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে৷ আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনও বিমান সে দেশে অবতরণ করবে না বলে সরকারি নির্দেশ জারি করা হয়েছে৷ এই আশঙ্কা করেই আইপিএল স্থগিত হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছেন তিন অজি ক্রিকেটার৷ কিন্তু আইপিএল স্থগিত হওয়ার পরও ভারত থেকে সরাসরি দেশে ফিরতে পারছেন অজি ক্রিকেটাররা৷


ফলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, কামিন্সদের মলদ্বীপ হয়ে দেশে ফিরতে হচ্ছে৷ কারণ অস্ট্রেলিয়া সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফেরার আগে শেষ ১৪ দিন ভারতে থাকলে সেক্ষেত্রে তাঁর জরিমানা এবং জেল হতে পাবে৷ বাকি অজি ক্রিকেটাররা মলদ্বীপ হয়ে দেশে ফিরলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ তথা অজি প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসির৷ কারণ বুধবারই হাসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ ফলে সুস্থ না-হওয়া পর্যন্ত দিল্লিতেই থাকবেন হাসি৷ তাঁর সমস্ত দেখভাল করবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *