নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সোমবার দুপুরে কুমারঘাটের একটি কাপড়ের দোকানের দ্বিতল এর বারান্দা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে৷সোমবার কুমারঘাট বাজারে একটি কাপড়ের দোকানের দিক থেকে ওই দোকানের কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷
মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷মৃত যুবকের নাম প্রসেনজিত ঘোষ৷কুমারঘাটের একটি কাপড়ের শোরুমে কর্মরত ছিলো ঐ যুবক৷সোমবার সকালে অন্যরা দোকানে আসলে দোকানের পাশের একটি দোতলায় ঝুলন্ত অবস্থায় যুবককে দেখতে পেয়ে আশপাশের লোকেদের খবর দেয়৷ স্থানীয়রা ভীড় জমান ঘটনাস্থলে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান দোকানের মালিক৷
খবর দেয়া হয় কুমারঘাট থানায়৷পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যোত দত্ত৷মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷ আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি৷