নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ কল্যাণ পুর থানা এলাকার দ্বারিকা পুরের আনন্দ টিলায় এক গৃহবধুর শ্রীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী এক লম্পট৷শ্লীলতাহানির শিকার এক তরুনী গৃহবধু৷ বর্তমানে নির্যাতিতা গৃহবধু কল্যানপুর হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে কল্যানপুর থানায় মামলা করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
ঘটনার বিবরনে জানা যায় কল্যানপুর থানাধীন দ্বারিকাপুরের আনন্দ টিলার গৃহবধুকে দীর্ঘদিন ধরেই কু-প্রস্তাব দিয়ে আসছিল এলাকারই চন্দন দাস৷ এই বিষয়ে ইতিপূর্বে নির্যাতিতার স্বামী স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষসহ গ্রামের মোড়লদের অবহিত করলেও তেমন কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি৷ নির্যাতিতার স্বামী৷ শনিবার সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ অভিযূক্ত চন্দন দাস নির্যাতিতার গৃহবধূরএকাকিত্বের সুযোগে তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ত্যক্ষনাৎ অভিযুক্ত পালিয়ে যায়৷ এই ঘটনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জয়া ভট্টাচার্য্য অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করার ব্যাপারে আশ্বস্থ করেন৷ এই ঘটনায় গোটা কল্যানপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

