নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ মে৷৷ বিধবংসী আগুনে পুড়ে ছাই বিলোনিয়া বজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনের পুরানো ছাত্রাবাস৷ ঘটনা স্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ শনিবার রাতে ভয়াভহ আগুনে পুড়ে ছাই হলো বিলোনীয়া বি কে আই সিত ঐতিহ্যবাহি সূর্য সেন ছাত্রাবাস৷ করোনার অতিমারি ও গ্রীস্মের ছুটির কারণে ছাত্রাবাসে কোন ছাত্র না থাকলেও ছাত্রাবাসটিতে টি এস আর নবম বাহিনীর ১০ জনের একটি অসায়ী ক্যাম্প রয়েছে৷ জানা গেছে শনিবার রাতে ক্যাম্পের জোয়ানদের কেহ ডিউটিতে কেহ বা রাতের খাবার সেরে মাত্র বিছানায় গেছেন৷ হঠাৎ ছাত্রাবাসের পূর্ব দিকের একটি ঘরে আগুন দেখতে পায় টি এস আর জোয়ানদের কয়জন৷
খবর দেওয়া হয় বিলোনীয়া ফায়ার সার্ভিসে৷ আগুন ছাত্রাবাসের চারিদিকের ঘরে ছড়িয়ে পরে৷ এত দ্রুত কিভাবে ছাত্রাবাসের সবকটি ঘরে আগুন ছরিয়ে পরেছে তা নিয়ে উঠছে প্রশ্ণ৷ খবর পেয়ে আগুন নেভানোর কাজে নামে সানীয় যুবক সহ সাধারণ মানুষ৷ দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে৷ আগুনের লেলেহান শিখায় আতঙ্কিত হয়ে পরে ছাত্রাবাসের আশপাশের মানুষ৷ খবর পেয়ে ঘটনা সলে ছুটে যান টি এস আরের আধিকারিক সহ বিলোনিয়া থানার ওসি৷ আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায় নি৷ এত দ্রুত কিভাবে ছাত্রাবাসের সবকটি ঘরে আগুন ছরিয়ে পরেছে তা নিয়ে উঠছে প্রশ্ণ৷ ছাত্রাবাসে টি এস আর জোওয়ানদের হাতিয়ার সহ বিভিন্ন সরঞ্জামও রয়েছে৷ এক এক করে দমকলের বিলোনীয়া, রাজনগর, ঋষ্যমুখ, শান্তিরবাজার সহ দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে৷ খবর পেয়ে আগুন নেভানোর কাজে নামে সানীয় যুবক সহ সাধারণ মানুষ৷ দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে৷ আগুনের লেলেহান শিখায় আতঙ্কিত হয়ে পরে ছাত্রাবাসের আশপাশের মানুষ৷