আগরতলা, ২ মে (হি. স.)৷৷ পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপি-র বিরুদ্ধে অনাস্থার পরিনাম৷ সেদিক দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের মন ছুতে পেরেছে, কিন্ত বামেরা ব্যর্থ হয়েছে৷ আজ অকপটে এ-কথা স্বীকার করেছেন ত্রিপুরায় বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে পরাজয় এবং কেরালায় বামেদের প্রত্যাবর্তনে প্রমাণিত হয়েছে এই রায় জনগণ বিজেপির বিরুদ্ধে দিয়েছেন৷ তেমনি, আজকের পাঁচ রাজ্যের ফলাফলে গণতন্ত্র ও সংবিধানের জয় হয়েছে বলে দাবি করেছেন ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷
এদিন তিনি বলেন, নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই-এ বামপন্থীদের মানুষ দেখতে চায়নি৷ তবুও, সংবিধান বাঁচানোর জন্য বামেদের লড়াই জারি থাকবে৷ তিনি কেরালায় বামেদের প্রত্যাবর্তনে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিকভাবে বিরুদ্ধে অনাস্থা প্রমাণিত হয়েছে৷ তাঁর দাবি, নানা কায়দায় বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চেয়েছিল৷ কিন্ত, তারা সফল হননি৷ তবে, বামেদের ফলাফল নিয়ে আগামী দিনে পর্যালোচনা নিশ্চই হবে৷ তাঁর সাফ কথা, বিজেপি-র বিরুদ্ধে মানুষের রায় তৃণমূল নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে৷ বামেরা তাতে অসফল হয়েছে৷
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস বলেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রতিশ্রুতিও রক্ষা করেননি, পশ্চিমবঙ্গের মানুষ তা বুঝে গেছেন৷ করোনা মোকাবিলার বদলে ১ মাস ধরে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আজ দেশের ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছে, কড়া ভাষায় নিশানা করেন তিনি৷ তাঁর কথায়, অসমে নেতৃত্বের ভুলে সরকার পরিবর্তন সম্ভব হয়নি৷ তবুও, মানুষ কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছেন৷ তিনি বলেন, পাঁচ রাজ্যের ফলাফলে আমি ভীষণ খুশি৷

