শিলিগুড়ি,২ মে (হি. স.) : শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল । রবিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি এবং ক্রমে সংঘর্ষের রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও তৃণমূলের তরফে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কৃষকদের দাবি। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হিন্দুস্থান সমাচার/ সোনালি
2021-05-02