রবিবাসরীয় মরণ বাঁচনের লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংস

আমেদাবাদ, ২ মে (হি.স.) : রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে পন্থদের কাছে পরাস্ত হওয়ার পর এই ম্যাচে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে রাহুলের পঞ্জাব কিংস। কার্যত এদিনের লড়াই প্লে অফে যেতে মরণ বাঁচনের।
গত ১৮ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের কাছে হারার ঠিক দুই সপ্তাহ পর মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ লোকেশ রাহুলদের সামনে। প্রথম সুযোগেই হরপ্রীত ব্রারের বিধ্বংসী স্পেলে দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে পঞ্জাব কিংসের। প্রথম সাক্ষাতে ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল ওপেনিংয়ে তুলেছিলেন ১২.৪ ওভারে ১২২ রান। ৩৬ বলে ৬৯ রান করেছিলেন ময়াঙ্ক। ৫১ বলে ৬১ রান করেছিলেন রাহুল। ১৩৬-এর উপর স্ট্রাইক রেট রেখে সাত ম্যাচে ৩৩১ রান করে চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি রান করেছেন তিনি। সাত ম্যাচে ফাফ দু প্লেসি ৩২০ রান করে আছেন দুইয়ে। শিখর ধাওয়ানের (৭ ম্যাচে ৩১১) থেকে কমলা টুপি ছিনিয়ে নিয়েছিলেন রাহুল। পঞ্জাব কিংস প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামলেও এই ম্যাচ যে হাইভোল্টেজ হবে তা ধরে নেওয়াই যায়।
এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল। পঞ্জাবের দেওয়া ১৯৬ টার্গেটে চার উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল দিল্লি। ৪৯ বলে ৯২ রান করেছিলেন শিখর ধাওয়ান। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। তবে পারস্পরিক দ্বৈরথে এখনও ১৫-১২ ব্যবধানে এগিয়ে রয়েছে পঞ্জাব।

সম্ভাব্য পঞ্জাব কিংসের প্রথম একাদশ : ময়াঙ্ক আগরওয়াল বা প্রভসিমরান সিং, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুডা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ক্রিস জর্ডন, ঝাই রিচার্ডসন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি

সম্ভাব্য দিল্লির প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, স্যাম বিলিংস বা স্টিভ স্মিথ, ললিত যাদব বা অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাডা, আবেশ খান ও ইশান্ত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *